পটভূমি

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি কার্যকরী অংশ। এনটিসিসি বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত সকল জাতীয়/আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং আইএনজিও-র কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন, সাহায্য ও সহযোগিতা প্রদানের কেন্দ্রবিন্দু। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্ব স্বাস্থ্য)- এনটিসিসির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এবং এনটিসিসির সকল তামাক বিরোধী কাজের নিয়মিত সুপারভিশন, মনিটরিং ও সমন্বয় সাধন করেন সমন্বয়কারী (যুগ্ম সচিব), এনটিসিসি। এনটিসিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বর্তমানে তিনজন প্রোগ্রাম অফিসার, একজন একাউন্টেন্ট ও একজন অফিস সহকারী কর্মরত আছেন।